অদ্য ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, সময় ১১৫০ ঘটিকা, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ চন্ডিদার বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ২০৩৭/৪-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে প্রায় ৪০০ গজ উত্তর দিকে লতুয়ামোড়া নামক স্থানে মাটি খননের সময় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়।
স্থানীয় শ্রমিক আমিনুল হক কাজ করার সময় মাটির নিচে মর্টার শেলটি দেখতে পেলে জমির মালিক মোঃ এনামুল হক বিষয়টি চন্ডিদার বিওপি-কে অবগত করেন। খবর পেয়ে জেসিও-১০২৬৫ নায়েব সুবেদার মালেকুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মর্টার শেলটি পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করা হবে।