ভালুকায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
মোঃ আবুল কালাম আজাদ:
ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখা। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকালে ভালুকা পৌর মার্কেটের মনোয়ারা হায়দার পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ও ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ এবং ভালুকা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী এম.এ.এ মানিক।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আলোকিত সমাজ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আদর্শ দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠান শেষে ২০০-রও বেশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।