নরসিংদী বাজার বণিক সমিতির নির্বাচন স্থগিত, সভাপতি-সম্পাদক পদও কার্যকর নয়।
আর এ লায়ন সরকার, নরসিংদী।
নরসিংদী বাজার বণিক সমিতির বহুল আলোচিত নির্বাচন আদালতের নির্দেশে দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। শুধু নির্বাচনই নয়, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদও স্থগিত করা হয়েছে। ফলে কেউই নিজ পদে বহাল থাকতে পারবেন না।
আদালত সূত্রে জানা যায়, ভোটার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে। অভিযোগ রয়েছে—
ভুয়া ভোটার অন্তর্ভুক্ত, মূল জোনের বাইরে ভোটার তৈরি, ট্রেড লাইসেন্সবিহীন ব্যক্তিকে ভোটার বানানো
প্রকৃত ব্যবসায়ীদের ভোট কেটে দেওয়া
একই ব্যক্তিকে একাধিক জোনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত,বহু ব্যবসায়ীর নাম ভোটার তালিকায় না থাকা। এছাড়া সমিতির মেয়াদ ৫ বছর নির্ধারণের বিষয়েও প্রশ্ন উঠেছে, যা দেশের অন্যান্য বণিক সমিতির ক্ষেত্রে দেখা যায় না।
এসব অনিয়ম ও ভোটার তালিকার অসঙ্গতির কারণে আদালত নির্বাচন স্থগিত করে দুই মাসের মধ্যে অনিয়ম সংশোধনের নির্দেশ দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মহলে এই সিদ্ধান্তে স্বস্তি ফিরলেও নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগও বিরাজ করছে।
