২০২৩ সালে আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এখনও পর্যন্ত সৌদি ক্লাবটিকে মেজর শিরোপা জয়ের স্বাদ দিতে পারেননি এই পর্তুগিজ সুপারস্টার। সেই সঙ্গে আরও একটি ফাইনাল হারের অক্ষেপ যুক্ত হলো রোনালদো তালিকায়। সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরকে হারিয়ে শিরোপা জিতেছে আল আহলি।
শনিবার (২৩ আগস্ট) হংকং স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। কিন্তু পেনাল্টি শুট আউটে শট ঠেকিয়ে নায়ক বনে গেছেন আল আহলির গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি। ৩-৫ গোলে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তুলেছে আল আহলি।
এদিন আল নাসরের শিরোপা উদযাপনের দারুণ এক উপলক্ষ তৈরি করেছিলেন রোনালদো। ম্যাচের ৪১ মিনিটে সফল স্পটকিকে আল নাসরকে এগিয়ে দেওয়ার গোলে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
