নজরুল ইসলাম খান বাবু
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকার কলোনীতে মাদক ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারীদের ধরতে পুলিশের একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় এবং অপরাধীদের ধরতে সক্রিয় ভূমিকা পালন করে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, “আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক, চুরি ও ছিনতাই দমনে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। কোন অপরাধীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়রা জানান, এ ধরনের নিয়মিত অভিযানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক ও নিরাপদ হবে বলে তারা আশা করছেন।
