ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ১১ বগি বিচ্ছিন্ন, বড় দুর্ঘটনা এড়ানো গেলো।
আর, এ, লায়ন সরকার।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফিয়ে নামতে থাকলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে আশুগঞ্জ স্টেশনের কাছে ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝের কাপলিঙ্ক ভেঙে এ ঘটনা ঘটে। ট্রেনের পরিচালক (গার্ড) কেএম শাহীনূর ইসলাম জানান, এতে পেছনের ১১টি বগি আলাদা হয়ে গেলেও ইঞ্জিনসহ পাঁচ বগি নিয়ে ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পরে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি ইঞ্জিনসহ পাঁচ বগি নিয়ে ঢাকার দিকে যাত্রা করলে আশুগঞ্জ মেঘনা সেতুর ওপর বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার শহিদুল ইসলাম জানান, কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন দিয়ে বিচ্ছিন্ন হওয়া ১১টি বগি স্টেশনে আনার কাজ চলছে। ডাউন লাইন দিয়ে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও আপ লাইন রাত ৯টা পর্যন্ত সচল হয়নি।
