নরসিংদীর পাঁচদোনায় বিএনপি’র কর্মী পরিচয়ে চাঁদা দাবি ও হামলা, সংবাদ সম্মেলন
ক্রাইম রিপোর্টার: নরসিংদী
নরসিংদীর পাঁচদোনায় বিএনপির কর্মী পরিচয়ে চাঁদা দাবি ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গতকাল রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এলাকায় দফায় দফায় সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।
আজ (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী লাল মিয়া মেম্বার অভিযোগ করেন, “মোসাদ্দেক বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং নিরিহ লোকদের ওপর গুলি করেছে। এর আগেও এই বাহিনী বিএনপি নেতা আলমকে হত্যা করেছে।”
স্থানীয়রা জানান, বিএনপি’র দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চাঁদা দাবি ও এলাকা দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে।
