রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।
নরসিংদী থেকে হাসান সরকার।
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাতে নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত ৫৬ ইবি’র মেজর ইব্রাহিমের নেতৃত্বে আর্মি ও পুলিশ যৌথবাহিনীর একটি দল উপজেলার নজরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুখ্যাত সন্ত্রাসী, হত্যা ও একাধিক মামলার আসামি, ইয়াবা সম্রাট এবং ভূমিদস্যু যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের বাড়ির চারপাশ ঘিরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে রুবেলের বসতঘরের পাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে দুটি একনালা দেশীয় বন্দুক, ৭টি বন্দুকের কার্তুজ, পিস্তলের গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন এবং দুটি ছুরি উদ্ধার করা হয়।
অভিযান টের পেয়ে রুবেল পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মেজর ইব্রাহিম বলেন, “অস্ত্র উদ্ধারে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
