একরামুর রহমান হিরন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
বেনাপোল প্রতিনিধি –
জেএ টিভি ও জাতীয় অর্থনীতির বেনাপোল প্রতিনিধি একরামুর রহমান হিরন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সকালে ঢাকা যাওয়ার পথে একটি প্রাইভেটকারে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-যশোর মহাসড়কের নড়াইল এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং হিরন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর পেয়ে হিরনের সহকর্মী সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে । প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার হতে পারে।

