নরসিংদী রেলস্টেশনে ছিনতাইচেষ্টা: দুই ছিনতাইকারী আটক।
নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টা চালানোর সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—নরসিংদী সদর উপজেলার বানিছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৪)।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, স্টেশনে এক যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়। পরে রেলওয়ে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, সম্প্রতি নরসিংদী রেলস্টেশনে ছিনতাইয়ের প্রবণতা বাড়ছিল। এ ঘটনায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারির দাবি জানান।
