সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের হিসেবে রোববার (১ জুন) ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার। এতে করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের সড়কগুলোর কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। একারণে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রোববার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার এবং রোববার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। এটি অব্যাহত থাকবে।