আখাউড়ায় কৃষি জমি কাটায় লাখ টাকা জরিমানা
শামিম আহমেদ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে মো: শাহজালাল (৩০) নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ( ২০ মে) বিকালে উপজেলার মৌরাল বিলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৩টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের মৌরাল বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমি কেটে গভীর গর্ত সৃষ্টি করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক মো: শাহজালালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। শাহজালাল উপজেলার ঘোলখার গ্রামের আনু মিয়ার পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। কেউ কৃষি জমি কর্তনের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।