প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাবনায় চলে আসলো ১৩ বছরের তরুণী সাদিয়া
পাবনা প্রতিনিধি
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাবনায় চলে আসলো ১৩ বছরের এক তরুণী। গত ১২ মে সাদিয়া আক্তার নামের ওই তরুণী পাবনার সুজানগর উপজেলার সাদুল্লাহপুর এলাকায় প্রেমিক রাব্বির বাসায় চলে আসে। পালিয়ে আসা ঐ তরুণী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নাটঘর এলাকার মুর্শিদ মিয়ার মেয়ে। প্রেমিক রাব্বি হোসেন রুবেল পাবনা সুজানগর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মো: আইনুল শেখের ছেলে।
জানা যায়, টিকটকের মাধ্যমে রাব্বি হোসেন রুবেলের সাথে পরিচয় হয় সাদিয়া আক্তারের। এক সময় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এভাবে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত ১২ মে স্কুলে যাওয়ার কথা বলে পাবনায় পালিয়ে আসে সাদিয়া আক্তার। পরদিন ১৩ মে রাব্বির সাথে বিয়ে হয় তার। মেয়ে পালানোর খবর পেয়ে ১৪ তারিখ পাবনায় আসে সাদিয়া আক্তারের বাড়ির লোকজন। এ সময় উৎসুক জনতা পালিয়ে আসা তরুণীকে দেখতে ভিড় জমায় রাব্বির বাড়িতে। মীমাংসার একপর্যায়ে পালিয়ে যায় প্রেমিক-প্রেমিকা যুগল, শুরু হয় উত্তেজনা। পরে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় প্রেমিক যুগলকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধারকৃত সাদিয়া আক্তারকে দুবলিয়া পুলিশ ফাঁড়ি তার পরিবারের হাতে তুলে দেন।
সাদিয়া ও রাব্বির বিয়ের বিষয়ে কাজী মো: আবু হানিফাহ্ জানান, তারা যে কাবিননামা দেখাচ্ছে সেটা একটি ভুয়া কাবিননামা।
এ বিষয়ে দুবলিয়া ফাড়ির ইনচার্জ মোঃ শহিদুল্লাহ জানান, পালিয়ে আসা সাদিয়া আক্তার ও রাব্বি হোসেন রুবেল দুজনেই অপ্রাপ্তবয়স্ক। সাদিয়া আক্তারকে উদ্ধার করে তার অভিভাবকের কাছে তুলে দেয়া হয়েছে। এ বিষয়ে তারা কোন আইনি পদক্ষেপ নেয়নি।