ইবি-তে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে বিক্ষোভ
মোঃ সাইফুল্লাহ, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে শিক্ষার্থীরা “কোটা না মেধা, মেধা মেধা” এবং “কোটার নামে অবিচার, মানি না মানব না” ইত্যাদি স্লোগান দেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তাঁরা যে তিন দফা দাবি উত্থাপন করেন, তা হলো—
১. ইঞ্জিনিয়ারিং পেশায় ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করতে হবে এবং প্রার্থীদের বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোনোভাবেই কোটার মাধ্যমে পদোন্নতি বা অন্য নামে সমমান পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া যাবে না। ২. টেকনিক্যাল ১০ম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে; যাতে বিএসসি এবং ডিপ্লোমা ডিগ্রিধারী উভয়ই পরীক্ষার মাধ্যমে সুযোগ পেতে পারেন। ৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না—এই মর্মে আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।
সমাবেশে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত রেজা বলেন, “আমরা ২৪-এর বাংলায় রক্ত দিয়ে কোটা প্রথা বাতিলের জন্য আন্দোলন করেছি। এখন আবার নতুন করে কোটা সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমরা মেনে নেব না।”
আইসিটি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সৈকত বলেন, “নতুন বাংলাদেশে আমরা কোনো ধরনের কোটাপ্রথা দেখতে চাই না। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার এবং এমবিবিএস ছাড়া ডাক্তার বলা যেমন সমান ভুল, তেমনি প্রকৌশলী পেশাতেও সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। প্রকৌশলীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”