দেশে নিরাপদ চাঁদাবাজির অধিকারও চায় কেউ কেউ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (২৬ মার্চ) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এ মন্তব্য করেন তিনি।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা বারবার কিন্তু বলি, এদেশের মানুষ বলে, জনগণ বলে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি কোন সন্দেহ নাই। কিন্তু আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি আমরা কি কথা বলার স্বাধীনতা পেয়েছিলাম? যখন যে সরকার এসেছে এই সরকার কি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে তারা নিশ্চয়তা দিয়ে জনগণকে রাষ্ট্রের মালিক বানাতে পেরেছে ৫৩ বছরে। এই ৫৪ বছরে এসে কি আমরা এটা বলতে পারছি জনগণ রাষ্ট্রের মালিক হয়েছে। জনগণ রাষ্ট্রের শাসক ছিলেন তারা কি সেবক এর ভূমিকা নিতে পেরেছে। এখন তো এসে আমাদের কথা উঠেছে যে আল্লাহরওয়াস্তে আমাদের মাফ করেন আপনাদের এ সেবা আমাদের দরকার নাই। এই সেবা আমাদের প্রয়োজন নেই। যেই সেবা আমাদেরকে ছেলেদেরকে বারবার হত্যার দিকে ঠেলে দেয়। যেই সেবা আমাদেরকে আবার দখলদারিত্বের দিকে নিয়ে যায়, সেবা আমাদেরকে আবার চাঁদাবাজির দিকে ফিরিয়ে দেয়, যেই সেবা আমাদেরকে আবার সন্ত্রাস খুনির দিকে নিয়ে যায়। ওই সময়েও শহীদ পরিবার গুলোর উপরে পরবর্তীতে নির্যাতন হয়েছে আমরা তো এখনো দেখছি ২০২৪ এ শহীদ হয়েছে, তাদের পরিবারের মেয়েকে লাঞ্ছিত করা হচ্ছে।