কাশিমপুর থানার সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন ও মজুরি পরিশোধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদকঃ
কাশিমপুর থানার সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটির টাকা সময়মতো পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। সংগঠনটির জেলা কমিটির নির্দেশে কাশিমপুর থানা সভাপতি এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মীর তত্ত্বাবধানে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো শ্রমিক তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন।
বিজিএমইএ-এর নির্দেশনায় জানানো হয়েছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA) ইতোমধ্যে গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছে যে, শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য প্রাপ্য সুবিধা সময়মতো পরিশোধ করতে হবে। বিজিএমইএ-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, আসন্ন ঈদ এবং উৎসবকে সামনে রেখে শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব।
গার্মেন্টস শিল্পের অবদান ও শ্রমিকদের অধিকার
বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস শিল্প অন্যতম প্রধান খাত। লক্ষাধিক শ্রমিক নিরলস পরিশ্রম করে দেশের রপ্তানি আয় বাড়াতে ভূমিকা রাখছেন। তাই শ্রমিকদের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ করা শুধুমাত্র শ্রমিকদের অধিকারই নয়, বরং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখার জন্যও জরুরি।
কাশিমপুর থানার সকল গার্মেন্টস মালিকদের প্রতি ১৫ দিনের মধ্যে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটির টাকা পরিশোধের আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, শ্রমিকদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে গার্মেন্টস শিল্প আরও গতিশীল হবে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।