আশা সংস্থার পক্ষ থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে শীত বস্র কম্বল হস্তান্তর
মোঃ আজিম হোসেন( পিরোজপুর)
পিরোজপুরে দুস্থ শীতার্ত মানুষের শীতের দুর্ভোগ লাগবের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে রবিবার (১লা ডিসেম্বর) পিরোজপুর জেলা প্রশাসকের কাছে ৪৪৫ টি কম্বল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম খান জেলা প্রশাসক পিরোজপুর, মোঃ রিয়াজ আহম্মেদ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মোঃ আলাউদ্দিন জেলা ব্যবস্থাপক বেসরকারি উন্নয়ন সংস্থা আশা,আব্দুল জলিল ডিভিশনাল ম্যানেজার বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
আব্দুল জলিল বলেন, আশা ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হাওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে। প্রতিবছর ৬৪টি জেলায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্র বিতরন করে এ সংস্থা। এর ধারাবাহিকতায় এ বছরে ও প্রতি জলায় জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হচ্ছে। এ কার্যক্রম চলমান।