আন্তর্জাতিক ক্রিকেটে সরফরাজ খানের শুরুটা ভালোই হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দুই ইনিংসেই পেয়েছেন ফিফটি। এরপর নিজের দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও সিরিজের শেষ টেস্টে আবার খেলেন ৫৬ রানের ইনিংস।
অর্থাৎ নিজের কাজটা তিনি করেছেন। তবে ভারতীয় দলে সব সময় নিজের কাজটা করাটাই যথেষ্ট নয়। প্রায় সব জায়গায়ই আছে একাধিক বিকল্প। এ ছাড়া দল, প্রতিপক্ষ ও সমন্বয়ের ব্যাপার তো আছেই।
সে কারণেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে একাদশে জায়গা না–ও হতে পারে সরফরাজের। তাঁর জায়গায় একাদশে ফিরতে পারেন লোকেশ রাহুল। এমন ইঙ্গিত আছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের স্কোয়াডে।