অনেক দিন ধরেই বাজার মন্দা, ফি বছর একের পর এক সিনেমা করছেন; সবই ফ্লপ। তাই ভালো কিছু দিয়ে ফিরতে মরিয়া ছিলেন অক্ষয় কুমার। আজ তাঁর জন্মদিনে ‘বড় কিছু’ ঘোষণার অপেক্ষায় ছিলেন ভক্তরা, অভিনেতা নিরাশ করেননি। নন্দিত নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে নতুন সিনেমা ‘ভূত বাংলো’র ঘোষণা দিয়েছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মসালা’, একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি। কিন্তু সবই অতীতে।
যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি থেকে মুখ ফিরিয়েছেন দর্শকেরাও। সমস্যা কোথায়, অভিনয় না কনটেন্ট? প্রশ্ন উঠেছে বারবার। তবে এবার ১৪ বছর পর আবার একবার প্রিয়দর্শনের সিনেমায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার।
মাঝে পরিচালক-অভিনেতার মান-অভিমানের কথাও শোনা গিয়েছিল। সেই কারণেই অক্ষয়ের সঙ্গে নাকি আর কোনো ছবিতে জুটি বাঁধেননি প্রিয়দর্শন। তবে সেই বরফ সম্ভবত গলে গিয়েছে। তাই একসময়কার ব্লকবাস্টার মুখ তথা প্রিয় অভিনেতা অক্ষয়কেই বেছে নিলেন তাঁর পরবর্তী ভৌতিক সিনেমার জন্য।