আলজাজিরা টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা ও দেশবিরোধী সংবাদপ্রচারের সংঙ্গে সংশ্লিষ্ট বিকাশের অংশীদার কোম্পনি’র পরিচালক ডেভিড বর্গম্যানসহ সর্বশেষ নগদ কোম্পানিকে ঘীরে আরো ষড়যন্ত্রমূলক প্রচার ঘটানোর প্রেক্ষিতে একাত্তর টিভিতে প্রচারিত ও প্রকাশিত প্রতিবেদন সে সঙ্গে জনসমাগম থেকে তথ্য উপাত্ত সংগ্রহর্পূবক জাতীয় অর্থনীতি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনকে অসত্য ও মিথ্যা বলে বিকাশ দৈনিক জাতীয় অর্থনীতি’র সম্পাদক ও যুগ্ন সম্পাদক এর বিরুদ্ধে ডিজিটাল আইনে আই সি টি ট্রাইবুনালে মামলা করে।বিকাশের সেই দায়ের করা মামলা থেকেআজ সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতের বিজ্ঞ বিচারক শহিদুল আলমের আদালতে ‘দৈনিক জাতীয় অর্থনীতি’র সম্পাদক এম.জি কিবরিয়া চৌধুরী ও যুগ্ম সম্পাদক নাইবুর রহমান উপস্থিত হয়ে জামিনের আবেদন করা হলে জামিন মঞ্জুর করেন ।শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ড. কুতুব উদ্দিন চৌধুরী । রায় শুনানীর পর এমজি কিবরয়িা চৌধুরী এবং তার আনজবিী সংবাদ সম্মলন করেন।