মাত্র ৩০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় ভারতের উত্তরাখণ্ডের একটি হাসপাতালে একসঙ্গে ৫ করোনার রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। মৃতদের মধ্য রয়েছেন এক জন নারীও।
অক্সিজেন পরিসেবায় ব্যাঘাত ঘটায় প্রায় আধাঘণ্টা কোভিড ওয়ার্ডে অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল ওই রোগীদের। তাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার ভোরে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে।
হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। এর জেরে রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা। যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ১ জন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জেলা প্রশাসক সি রবিশঙ্কর। হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। হাসপাতালে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে সবিস্তার রিপোর্ট তৈরি করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রবিশঙ্কর।