বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে সরকারি, বেসরকারি আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।
সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘হাফনাম’ নামের আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে এ হামলা চালিয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে তা অনুসন্ধান চলছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সার্ভারে হাফনিয়াম’র অস্তিত্ব পাওয়া গেছে। হামলা ই-মেইলের মাধ্যমে হয়েছে। হ্যাকার গ্রুপ মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এরা বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের সার্ভারে হামলা করেছে। হ্যাকাররা বাংলাদেশসহ আরও ২২টি দেশ টার্গেট করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়ার মতো দেশও রয়েছে।
এ ব্যাপারে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির বলেন, এই হামলায় ক্ষতির পরিমান কতটুকু হয়েছে- তা জানা যায়নি। সাইবার হামলায় প্রতিষ্ঠানগুলোর অনেক ডাটা লস হয়। এটা রিকভারি করা যাবে কি না- তা খতিয়ে দেখতে হবে।
এ হামলার ফলে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, আইন ও আইন প্রয়োগকারী সংস্থা, প্রতিরক্ষা, ভারী ও প্রকৌশল শিল্প, বিজ্ঞান ও শিক্ষা খাত, বিদ্যুৎ ও জ্বালানি খাত,এভারকেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সামিট কমিউনিকেশন, অগ্নি সিস্টেমসহ অনেক প্রতিষ্ঠানের তথ্য ঝুঁকিতে পড়েছে। এ হামলায় অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দফতরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডি সার্ট। হামলার শিকার প্রতিষ্ঠানগুলো কীভাবে রিকভার করবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট সার্টের ওয়েব ঠিকানায় দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখে আক্রান্ত সার্ভারগুলোকে রিস্টোর করা যাবে এবং হ্যাকারদের হাত থেকে মুক্ত থাকার পথও জানা যাবে।
ওয়েবসাইটের রিপোর্টের ঠিকানা: https://www.cirt.gov.bd/wp-content/uploads/2021/04/HAFNIUM.pdf
গতকাল Microsoft-এর সফট্ওয়ারে হামলার পাশাপাশি বাংলাদেশের ২০০ প্রতিষ্ঠানে হ্যাকাররা যে হামলা চালিয়েছে তার জন্য চীন সরকার কে জবাবদিহিতার করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।আজ গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন,বিজিডি-ই -গভ সার্চ এর তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে ঝুঁকির মধ্যে Microsoft-এর ইমেইল এক্সচেঞ্জ সার্ভার। আর এই হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। এবং এই হামলার সাথে জড়িত রয়েছে চিনা সরকারের কর্তৃক পরিচালিত চীনা হ্যাকার প্রতিষ্ঠান হাফনীয়াম হ্যাকার গোষ্ঠী। যেহেতু এই হ্যাকার গোষ্ঠী চিনা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত তাই এর সম্পূর্ণ দায়ভার চীনা সরকারের। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির মতো প্রতিষ্ঠান। এছাড়াও আরো সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। আগামী দিনে হয়তো আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। তাই দ্রুত সাইবার নিরাপত্তা অজু কি নিয়ন্ত্রণে এবং সাইবার হামলার ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ করে চিনা সরকারের কাছে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয়ভাবেই জবাবদিহিতা ও ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ গ্রহণ করা একান্ত সময়ের দাবি। আগামী দিনে যাতে এ ধরনের হামলার শিকার বাংলাদেশ না হয় তার পূর্ণাঙ্গ নিশ্চয়তা ও চীনা সরকারকে দিতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি দ্রুত পদক্ষেপ নিন দেশকে সাইবার ঝুঁকিমুক্ত করুন।