হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব নেই রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায়। রোববার (২৮ মার্চ) সকাল ১০টা পর্যন্ত এ এলাকায় তাদের নেতাকর্মী বা সমর্থকদের দেখা যায়নি। সড়কে যানবাহন চলাচলও রয়েছে স্বাভাবিক।
কাওরান বাজার ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, বাস, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ সবধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। কারওয়ান বাজারের কাঁচাবাজারে মানুষের ভিড়। এছাড়া কর্মজীবী মানুষ অফিস বা কাজের জন্য বের হওয়াসহ যাবতীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সড়কে বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে মাঠে নামতে দেখা যায়নি হেফাজতে ইসলামের সমর্থক বা নেতাকর্মীদের। এ এলাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীতে সকাল থেকেই রিকশা চালাচ্ছেন রতন মিয়া। ফার্মগেট মোড়ে দাঁড়িয়ে তিনি বলেন, ‘সকাল থেকেই আমি রিকশা চালাচ্ছি। হরতালের সমর্থনে কোথাও কোনো গণ্ডগোল দেখিনি। হেফাজতের কোনো নেতাকর্মীও তো দেখলাম না।’
ফার্মগেটের কাপড় বিক্রেতা মো. আরিফ বলেন, ‘আজ যে হরতাল হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। হরতাল পালন কেডা করব, ওই ঘোষণা দেয়া পর্যন্তই।’