দক্ষিণী সিনে জগত এবং বলিউডের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তামান্না ভাটিয়া। ছোট পর্দায় কেরিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে সিনেমাজগতে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। কর্মজীবন শুরু করেন ১৩ বছর বয়স থেকে। পরবর্তীতে মুম্বইয়ের থিয়েটারে কাজ করেন এক বছর। তারপর বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতে বেশ সুনাম কুড়িয়েছেন।
বেশির ভাগ সময়ই শ্যুটিংয়ের জন্য কাজে ব্যস্ত থাকেন তামান্না। দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হয় তাঁকে। তবে বাড়িতে ফেরা মানেই তাঁর কাছে সব থেকে শান্তির জায়গা। তাই নিজের বাড়িকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী। দীর্ঘ আট বছর ঘরে বাবা-মায়ের সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন তামান্না। তাঁর বাবার কেনা ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী। তাঁর একটি পোষা সারমেয় আছে এবং কাজ থেকে ফিরলে সেই পোষ্যই তাঁর শান্তির ঠিকানা।
অভিনেত্রী ফ্ল্যাটে রয়েছে একাধিক বেড রুম, ড্রয়িং রুম এবং কিচেন। সবটাই ফার্নিস করা। দেওয়ালগুলো উজ্জ্বল সাদা। বাড়ির একটি দেওয়াল জুড়ে রয়েছে ভাইবৌ এর আঁকা বুদ্ধ দেবের ছবি। দামী আসবাপত্র দিয়ে সারা বাড়ি সাজানো। কেমন দেখতে তামান্নার বাড়ি? দেখুন-