শুক্রবার ( ১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রকস্টার জেমসের ক্যামেরায় ধরা পড়া একটি ছবি প্রকাশ করেছেন মিথিলা। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আমি উচ্চস্বরে বলছি, ছবিটি যিনি তুলেছেন তিনি আমাদের নগরবাউল রকস্টার ছাড়া আর কেউ নয়।’ অবশ্য ফটোগ্রাফারকে হ্যাসট্যাগ দিয়ে মিথিলা লিখেছেন জেমস ভাই।
This photo is taken by….and I say it out aloud…none other than…our Nagarbaul…The Rockstar of Bengali Music….
#James bhai 🙏🏽🙏🏽🙏🏽 pic.twitter.com/msfXJ385Jn— Rafiath Rashid Mithila (@rafiath_rashid) March 19, 2021
ছবিটি কবে, কোথায় তোলা হয়েছে তা উল্লেখ করেননি মিথিলা। তবে ছবিটি প্রকাশ্যে আসার পর প্রশংসায় ভাসছেন গান ও অভিনয় জগতের এই দুই তারকা। ছবিতে নীল আরিয়ান নামের একজন লিখেছেন, ‘জেমসের গানের মতোই সুন্দর হয়েছে ছবিটা’। প্রিয়া চক্রবর্তী লিখেছেন, ‘তুমি অনেক সুন্দর।’
এর আগে জেমসের ক্যারেনায় ধরা পড়েছিলেন অভিনেত্রী জয়া আহসান, মারিয়া নূর, জেসিয়া ইসলাম, সারাহ আলমের মতো অভিনেত্রী-মডেলরা।