করোনারভাইরাস মহামারি চলাকালীন বন্ধ হয়ে যাওয়া নিজস্ব সংস্কৃতির প্রতি সমর্থনের আহ্বানে ‘ফরাসি অস্কার’ খ্যাত ‘সিজার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন দেশটির অভিনেত্রী করিনে মাসিয়েরো। মূলত, সরকারের প্রতি নিজেদের সংস্কৃতি রক্ষার দাবি ছিল তার। প্রতিবাদের অংশ হিসেবে তিনি রক্তের দাগযুক্ত একটি গাধার পোশাক পরেন।
গতকাল শুক্রবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে ৫৭ বছর বয়সী এ অভিনেত্রীকে সেরা পোশাক-পরিচ্ছদ ক্যাটাগরিতে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে তিনি যে পোশাক পরেছিলেন, সেটির সামনের অংশে লেখা ছিল- ‘সংস্কৃতি নেই তো ভবিষ্যতও নেই’। পরে যখন তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়, তিনি একটি গাধার চেহারার পোশাক পরে মঞ্চে উঠে পড়েন। পোশাকে রক্তের দাগ ছিল।
পুরস্কার তুলে দেওয়ার আগে তিনি হঠাৎ নিজের পোশাক খুলে ফেলেন। তার পিঠে ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের উদ্দেশে লেখা ছিল, ‘আমাদের শিল্প ফিরিয়ে দিন জিন’। করিনে মাসিয়েরো এমন প্রতিবাদের পর অনুষ্ঠানে অভিনেতা ও পরিচালকরাও একই দাবি করেছিলেন।
অনুষ্ঠানে শুধু নগ্ন উপস্থিতি নয়, করিনে মাসিয়েরো সরাসরি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের কাছে একটি চিঠিও পাঠান। সেখানেও নিজেদের শিল্প-সংস্কৃতি ও সিনেমা ফিরিয়ে দিতে আবেদন করেন।
কসর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা স্ক্রিন প্লে’র পুস্কার নেওয়ার সময় ফরাসি অভিনয় শিল্পী স্টিফেন ডেমোসটিয়ার বলেন, আমার সন্তানরা জারায় যেতে পারবে, তবে সিনেমায় নয়- এটা বোধগম্য নয়। জারা মূলত একটি হাই স্ট্রিট পোশাক শিল্প।
গত তিন মাস ধরে ফ্রান্সে সিনেমা বন্ধ রয়েছে। গত ডিসেম্বরে ফরাসি সরকার দেশের বিভিন্ন সংস্কৃতিক অঙ্গন বন্ধ করে দেয়। এর বিরুদ্ধে প্যারিস এবং অন্যান্য শহরগুলিতে ফরাসি সংস্কৃতি জগতের কয়েক শতাধিক অভিনেতা, নাট্য পরিচালক, সংগীতজ্ঞ, চলচ্চিত্র প্রযুক্তিবিদ এবং সমালোচক এবং আরও অনেকে প্রতিবাদ করেন।