রোববার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম ফারুকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। উপজেলার পাবলিক মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুত্বর আহত ইব্রাহিম ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে এঘটনার পর পুরো উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীরা একটি মিছিল শেষে পাবলিক মাঠ অতিক্রমকালে স্থানীয় এমপি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ সমর্থিত নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জরিয়ে যায়। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি (আ স ম ফিরোজ গ্রপের) ইব্রাহিম ফারুকসহ বেশ কয়েকজন আহত হন।
বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতিসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে।
উল্লেখ্য, বাউফলে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।