ভারতের রাজস্থানের বাসিন্দা সন্তোষ ভাটি, বলিউড অভিনেতা সালমান খানের ঘোড়া বিক্রি হবে জেনে সেই ঘোড়া কিনতে রাজি হয়ে গিয়েছিলেন এমন কি ১২ লাখ টাকাও সেই ঘোড়ার মূল্য হিসেবে পরিশোধ করেছিলেন। তবে ঘোড়া মেলেনি। উল্টো প্রতারকদের কাছে ১২ লাখ টাকা খুইয়েছেন ওই নারী।
প্রতারিত ওই নারী জানিয়েছেন, তিন প্রতারক তাকে সালমান খানের ফার্ম হাউসে তোলা একটি ঘোড়ার ছবি দেখান। জানান, ঘোড়াটি বিক্রি হবে। তাকে ওই তিন ব্যক্তি বিশ্বাস করান, যে তারা সালমান খানকে চেনেন। এর আগেও নাকি সালমান খান তাদের মাধ্যমে ঘোড়া বিক্রি করেছেন। ঘোড়া কেনার পর তা বিক্রি করতে পারলে ভালো লাভ করা যায় বলেও ওই নারীকে জানিয়েছিল তিন প্রতারক। তাদের কথায় বিশ্বাস করে শেষ পর্যন্ত ১২ লাখ টাকায় ঘোড়া কেনার চুক্তি হয়েছিল। যার মধ্যে ১১ লাখ টাকা নগদ ও বাকি টাকা ওই নারী ব্যাংক চেক দিয়েছিলেন। তবে ঘোড়া হস্তান্তরের দিন নির্দিষ্ট জায়গায় গিয়েও ঘোড়া মেলেনি।
প্রতারিত হওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই নারী। তবে তাতেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তার। অগত্যা, বিচার চেয়ে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তার আবেদন মেনে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) আদালতের তরফে রাজস্থান পুলিশ
কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়।