রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে মুরসালিন (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কলোনির আইডিয়াল জোনের ৯০/৮ নম্বর বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুরসালিন গাড়িচালক হিসেবে চাকরি করতেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার আবুল হাশেমের ছেলে। স্ত্রীকে সঙ্গে নিয়ে এজিবি কলোনিতে তাঁর শ্বশুর বাড়িতে থাকতেন তিনি।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ দাস বৈরাগী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শুক্রবার রাতে ওই বাসা থেকে শায়িত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোথায় আঘাত কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রীর পরিবার দাবি করলেও মুরসালিনের পরিবার হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে এবং তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছে।
এসআই কৃষ্ণ দাস আরো বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’