বন্দরনগরী করাচির উপকূলে ইরানসহ ৪৫ দেশের অংশগ্রহণে নৌ মহড়া চালানোর জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের নৌ বাহিনী। আগামী ১১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে।
এবারের নৌ মহড়ার নাম দেয়া হয়েছে আমান-২১। মহড়ায় ইরান পর্যবেক্ষক দেশ হিসেবে অংশ নেবে।
পাকিস্তানি নৌ বাহিনী জানিয়েছে, ৪৫ দেশের মধ্যে কয়েকটি দেশ তাদের যুদ্ধজাহাজ-সহ যোগ দেবে। তবে কয়েকটি দেশ শুধুমাত্র প্রতিনিধিদল পাঠাবে।
২০০৭ সাল থেকে পাকিস্তানের নৌ-বাহিনী আমান সিরিজ মহড়া চালিয়ে আসছে। ২০১৯ সালের মহড়ায় ইরান পাকিস্তানি নৌ বাহিনীর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল।
পাকিস্তানের পক্ষ থেকে এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কারণে বিভিন্ন দেশের নৌ বাহিনীর মধ্যে সহযোগিতামুলক সম্পর্ক তৈরি হচ্ছে। বিশেষ করে সমুদ্রগামী জাহাজ ও নৌরুটের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে এ মহড়া বিশেষ অবদান রাখে।