জো বাইডেনের নতুন মার্কিন প্রশাসন বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফেরত আসার আগে তেহরানকে পারমাণবিক কর্মকাণ্ড শর্তমতো কমিয়ে আনতে হবে। ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান একের পর এক চুক্তির শর্ত ভঙ্গ করে করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়া থেকে পিছু হটার মার্কিন দাবি মানবে না ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইস্তানবুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলু চাভুসোলগলুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এই দাবি বাস্তব সম্মত নয় এবং এটি পূরণ হবে না।
এই মাসের শুরুতে ইরান ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনায় ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। চুক্তি স্বাক্ষরের আগে এই পর্যায় অর্জন করেছিল তেহরান।
তবে ইরান বলেছে, যদি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় তাহলে দ্রুত আগের অবস্থানে ফিরে যাবে চুক্তির শর্ত মতো। জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে আমরাও করব।
গত মাসে ইরানের পার্লামেন্ট একটি আইন পাস করে। এতে বলা হয়েছে, দুই মাসের মধ্যে যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে পারমাণবিক কর্মসূচি শক্তিশালী করবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার নিষেধাজ্ঞা আসক্ত। এতে বিশ্ব এবং যুক্তরাষ্ট্র নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।