লকডাউনে প্রেম, এবার নিজের বডিগার্ড ডেন হাইয়ার্স্টকে বিয়ে করলেন হলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী পামেলা এন্ডারসন। এটি এ অভিনেত্রীর চতুর্থ বিয়ে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ২৪ ঘন্টা একসঙ্গে এক ছাদের নিচে কাটিয়েছেন পামেলা ও ডেন। তখনই তাদের মধ্যে প্রেম শুরু হয়। একসঙ্গে ঘনিষ্ঠ সময় পার করেন।এরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পামেলা জানিয়েছেন, ক্রিসমাসের উৎসবের সময়ই তারা বিয়ে করেছেন। বিয়ের ছবিও তিনি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে। সেখানে বিয়ের পোশাকে একসঙ্গে দেখা যায় পামেলা-ডেনকে।
তারপর তিনি বিয়ে করলেন ড্যানকে। সেই হিসেবে এটা তার পঞ্চম বিয়েই হওয়ার কথা। যদিও বছর খানেক আগে তিনি জন পিটার্সকে বিয়ে করেছিলেন বলে শোনা গিয়েছিল। তবে সেই খবর ঘোষণার ১২ দিন পরে পামেলা জানান, জনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছে। তারা নাকি আইনি পদ্ধতিতে বিয়েও করেননি।
এবার ৫৩ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন পামেলা। জানা গেছে, কানাডায় নিজের বাড়িতেই বিয়ের কাজটি সেরেছেন এ অভিনেত্রী।