বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হলেও এর মূল গল্প থাকবে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম মানেকশকে ঘিরে।
নিখিল জানান, বেশ বড় পরিসরে চলচ্চিত্রটি তিনি নির্মাণ করতে চান। এই প্রযোজক বলেন, ‘‘সত্যিকারের যুদ্ধের ছবি আমাদের নেই। ‘১৯৭১’-এর মাধ্যমে সেটা করতে চাই। যেন এটা ঐতিহাসিক দলিল হয়ে ওঠে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ধরে এর কাজ করতে চাই।’’
আরও একটু যোগ করে এর গল্প প্রসঙ্গে বলেন, ‘উত্তর আধুনিক যুগে কিভাবে জয়ী হতে হয়, সেটা ভারত দেখিয়েছে। শুধু সম্মুখ যুদ্ধ নয়, ১৯৭১ সালের ঘটনা হলো রাজনৈতিক ও কুটনৈতিকভাবে সফল একটি যুদ্ধ। ছবিতে দুটো যুদ্ধ সমান্তরালভাবে চলবে। এখানে সমরের পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধ তুলে ধরা হবে।’
জানা যায়, বর্তমানে এর পাণ্ডুলিপি ও শিল্পী চূড়ান্তের কাজ চলছে। সংবাদসম্মেলনের মাধ্যমে সবার নাম শিগগিরই ঘোষণা করতে চান এই প্রযোজক।