নোয়াখালী প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার স্থানীয় দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরীকে জামিন দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। গতকাল সোমবার দুপুরে তাকে জেলার ৬নং আমলি আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ সাঈদীন নাহিন তার জামিন মঞ্জুর করেন। রোববার রাতে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেপ্তার হন সাংবাদিক কিবরিয়া। জামিন শুনানির সময় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ না করায় সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল হককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দেন বিচারক।
গত ২৭ নভেম্বর জাতীয় অর্থনীতি পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘তমা গ্রুপের মানিক হাজার কোটি টাকার মালিক, জামায়াত-শিবির, বিএনপি হয়েও নোয়াখালীর জেলা আওয়ামী লীগের সহসভাপতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
একই তারিখে পত্রিকাটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিবেদনটির পোস্ট দেওয়া হয়। পরে গত ১১ ডিসেম্বর তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক সোনাইমুড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলায় সম্পাদক কিবরিয়া ছাড়াও পত্রিকাটির চেয়ারম্যান মনিরুন নেছা নিনুকে আসামি করা হয়।