বাংলাদেশ প্রিমিয়ার লিগ বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে আজকের দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের খেলা শেষে ৮ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে রংপুর রেঞ্জার।
ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্বক খেলার আবাস দেয় রংপুর রেঞ্জার তবে রংপুরের ওপেনার নাঈম শেখ ছাড়া উইকেটে বেশিখন স্থায়ী হতে পারেনি কেউ।
নাঈম শেখ তিন ৬ ও ছয় ৪ মেরে ৫৩ বলে ৭৮ রানে নিয়ে আউট হয় যায়। এরপর আর কেউ উইকেটে ভালো করতে পারেনি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে রংপুর রেঞ্জার্স। জয়ের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে করতে হবে ১৫৮ রান।
স্কোরঃ
রংপুর রেঞ্জারঃ ১৫৭/৮(২০ ওভার)
নাঈম শেখ ৭৪, মোহাম্মদ নবী ২১; উইলিয়ামস ২ উইকেট।