সকল গুনঞ্জন উড়িয়ে দিয়ে এবার সত্যি সত্যি বিয়ের পিরিতে বসেছেন আনাম-আসাদ। অবশেষে শেষ হল প্রতীক্ষা।
মহা ধুমধামে অনুষ্ঠিত হয়ে গেল ভারতে সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের ছেলে আসাদউদ্দিন ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বোন আনাম মির্জার বিয়ে।
এর আগে ২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদের ফলকনামা প্রাসাদে আকবর রশিদকে বিয়ে করেন আনাম। কিন্তু তাদের সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। বছর দুই পরেই বিচ্ছেদ হয়ে যায় আকবর-আনামের।
আর তারপর পরই প্রেমে জড়িয়েছেন আজহারউদ্দীনের ছেলে আসাদউদ্দিনের সাথে। আর বিয়ের মাধ্যমে যার পূর্নতা পেল।